ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে যা যা করণীয়

প্রাকৃতিক  বিপর্যয়গুলির মধ্যে ঘূর্ণিঝড় বড় আতঙ্কের কারণ। বিগত কয়েক বছর ধরে বেশ কয়েকটি ঘূর্ণিঝড় মহাসমুদ্রে শক্তি সঞ্চয় করে বাংলাদেশের বিভিন্ন জেলায় আছড়ে পড়েছে। বিগত বেশ কয়েক বছরে এই সকল ঘূর্ণিঝড়ের পরিসংখ্যান সবথেকে বেশি। কিন্তু এই সকল ঘূর্ণিঝড় নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে ধীরস্থিরভাবে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন।
কখনো আয়লা, কখনো বায়ু কখনো ফনি, কখনো বুলবুল একের পর এক ঘূর্ণিঝড়ের রাত কাটিয়েছে বাঙালিরা। কোনো কোনোটি আবার নিজেদের গতিপথ বদলে সরে গেছে অন্য কোনো দিকে। আর এবার ‘আমফান’ ঘূর্ণিঝড়ের আতঙ্কের ছায়া উপকূল অঞ্চলবাসীর  মধ্যে। ইতিমধ্যেই প্রশাসনিক দিক দিয়ে সমস্ত রকম সর্তকতা অবলম্বন করা হয়েছে, মাইকিং করে সতর্ক বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সকল প্রকার প্রস্তুতি নিচ্ছে। তা সত্ত্বেও নিজের পরিবারকে সুরক্ষিত রাখার দায়িত্ব সবথেকে বেশি হয়তো আপনারই।


ঝড় শুরুর আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নজরে রাখুন –
কী কী করবেনঃ-

১) যতটা সম্ভব নিজেকে শান্ত থাকার চেষ্টা করুন।
২) সংবাদ মাধ্যমে আবহাওয়ার যাবতীয় খবরাখবরের দিকে খেয়াল রাখুন।
৩) সমস্ত দরকারি কাগজ প্লাস্টিক ব্যাগে ভরে নিন।
৪) রোজকার প্রয়োজনীয় ওষুধ বাড়তি কিনে রাখুন।
৫) বাড়ির সব মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন।
৬) মোমবাতির ব্যবস্থা রাখুন, হারিকেনে তেল ভরে নিন।
৭) পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের ব্যবস্থা আগে থেকেই করে রাখুন।

কী কী করবেন নাঃ-

১) গুজবে কান দেবেন না।
২) ধারালো কোন ধাতব জিনিস খোলা ফেলে রাখবেন না।
৩) বাড়ির পোষ্যকে বেঁধে রাখবে না।
৪) বাড়ির ছােট বাচ্চাদের ছেড়ে রাখবেন না।
৫) ফ্রিজে খাবার জমিয়ে রাখবেন না।
ঝড় চলাকালীন যে বিষয়গুলি মেনে চলবেন
১) ঝড় চলাকালীন বাড়ির বিদ্যুতের মেইন সুইচ অফ করে দিন।
২) বৈদ্যুতিক যাবতীয় সামগ্রী সাবধানে রাখুন।
৩) বাড়ির সমস্ত দরজা-জানালা বন্ধ রাখুন।
৫) ঝড় চলাকালীন বিপদজনক বাড়ির কাছ থেকে সরে দাঁড়ান।
৬) ভেঙে যাওয়া বৈদ্যুতিক বাতির পােষ্ট থেকে দূরে থাকুন।
৭) যতটা সম্ভব নিরাপদ স্থানে আশ্রয় নিন।

করোনা পরিস্থিতি মোকাবিলায় যশোর জেলা প্রশাসন কর্তৃক জরুরি নোটিশ।


বিভিন্ন সময়ে রক্তদান

👉সালমান

👉হাসিবুল ইসলাম আসিফ


👉 সাইফ ইসলাম



👉আবু নাইম



👉 সেলিম হোসেন


👉মোঃ টগর ইসলাম



👉জহির রায়হান



👉জহিরুল ইসলাম



👉মোঃ সোহাগ হোসেন




👉মনিরুজ্জামান মিঠুন 



👉জাহাঙ্গীর আলম



👉গোলক দাস



👉খায়রুল আলম





👉মারুফ হোসেন



👉সেলিম হোসেন



👉সেলিম হোসেন




👉এনামুল কবির



👉মামুন হোসেন




👉মাসুদ রানা



👉শরিফুল  ইসলাম



👉সালমান



👉 মুশফিকুর  রহমান





👉 সাজিদ  রায়হান



👉  আজিজুর  রহমান



👉  সুজন চক্রবর্ত্তী



👉  ইকরামুল  ইসলাম




👉   মোঃ ওবায়দুল্লাহ



👉  মোঃ মামুন হোসেন



👉 বন্যা মিত্র



👉  তাজমুল ইসলাম




👉  সোহাগ হোসেন



👉মামুন হোসেন



👉  আবু নাইম



👉  জাহাঙ্গীর আলম



👉  সাইফ ইসলাম



👉  চঞ্চল বসু



👉  রায়হান হোসেন



👉  সুলতান আহমেদ



👉  গোলক দাস



👉  সেলিম হোসেন



👉  সাকিব আল হাসান




👉  ইসরাফিল হোসেন



👉  সুজন চক্রবর্ত্তী



👉  ইকরামুল ইসলাম



👉  ওয়াহিদুর রহমান



👉  শাহিন আলম



👉  সাজিদ রায়হান



👉  আব্দুর  রহমান



👉 সেলিম হোসেন



👉  তুহিন হোসেন





👉  মেহেদি হাসান 



👉  গোলক দাস







👉   হাসিবুল  ইসলাম আসিফ